- বিনা নোটিশে এই প্রতিযোগিতা যে-কোনো সময় তুলে নেওয়ার অধিকার ছায়া প্রকাশনী লি.-এর থাকবে এবং যে-কোনো বিবাদের নিষ্পত্তি দিল্লি হাইকোর্টের অধীনে হবে।
- বই কেনা মানেই পুরস্কার জেতা নয়।
- প্রয়োজনমতো শর্তাবলি প্রত্যাহার করা বা পরিবর্তন করার সমস্ত অধিকার ছায়া প্রকাশনী লি.-এর থাকবে।
- পুরস্কারের পরিবর্তে অর্থমূল্য অথবা অন্য পুরস্কার দেওয়া সম্ভব নয়।
- প্রকৃত পুরস্কার প্রদর্শিত image-এর থেকে আলাদা হতে পারে। পুরস্কার পাঠানোর সময় ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ছায়া প্রকাশনী লি. দায়ী থাকবে না।
- পুরস্কারের কর (যদি থাকে) প্রাপককেই দিতে হবে। গাড়ি রেজিষ্ট্রেশনের বিমা এবং বিধিবদ্ধ নিয়ম-সংক্রান্ত সব মূল্য প্রাপককেই দিতে হবে।
- কেবল পূর্ণ সময়ের জন্য কোনো স্বীকৃত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই স্কলারশিপ পাওয়ার অধিকারী। ছায়া স্কলারশিপের ক্ষেত্রে প্রদত্ত অর্থের পরিমাণ 15,000 টাকা, যা সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে ওই ছাত্র/ছাত্রীর পড়াশোনার সহায়ক হবে। স্কলারশিপ পাওয়ার জন্য বিজয়ীকে অবশ্যই বিদ্যালয়ের তালিকাভুক্ত প্রয়োজনীয় নথিপত্র পেশ করতে হবে।
- কিছু সংখ্যক ভাগ্যবান বিজেতারাই সুযোগ পাবেন Scratch N’ Win Bumper Contest-এর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার।
- এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাতায়াতের কোনো খরচ ছায়া প্রকাশনী লি. বহন করবে না। এই অনুষ্ঠানে বিজয়ীরা তাদের সঙ্গে 1 জনকে আনতে পারবে।
- পুরস্কার সংগ্রহের সময় আসল হলোগ্রাম যুক্ত বইটি অবশ্যই দেখাতে হবে, বিকৃত/ক্ষতিগ্রস্ত হলে সেটি গ্রাহ্য হবে না। এরকম পরিস্থিতি উদ্ভব হলে কোম্পানির সম্পূর্ণ অধিকার থাকবে এই ধরনের বিজয়ীকে বাতিল করার।
- পুরস্কার প্রদানের পর পুরস্কার দ্রব্যের কোনোরূপ ত্রুটি থাকলে ছায়া প্রকাশনী লি. দায়ী থাকবে না। তবে কোনো ক্ষেত্রে পুরস্কার হিসেবে যদি প্রদত্ত দ্রব্যের warranty কার্যকর থাকে, সেক্ষেত্রে প্রস্তুতকারক সংস্থার শর্তাবলি কতদূর প্রযোজ্য এবং সেই সংক্রান্ত বিষয়গুলো পুরস্কার প্রাপককেই যাচাই করে নিতে হবে।
- প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদানের ক্ষেত্রে আমরা প্রচার অভিযানের আয়োজন করতে পারি। সুতরাং পুরস্কার বিজয়ী তার নাম, ছবি, বাসস্থানের ছবি ইত্যাদি ব্যবহারের পূর্ণ সম্মতি প্রদান করবে। এ ধরনের প্রচার সামগ্রী শুধুমাত্র ছায়া প্রকাশনী লি.-এর সম্পত্তি রূপে বিবেচিত হবে।
- প্রতিযোগিতার অংশ হিসেবে সংগৃহীত প্রতিযোগীর অন্যান্য সর্বপ্রকার ব্যক্তিগত তথ্য আমাদের গোপনীয়তা নীতিমাফিক ব্যবহৃত/সংরক্ষিত হবে। শুধু কোম্পানির বইয়ের ক্রেতারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কোম্পানির কর্মচারী, পুস্তকবিক্রেতা, ডিলার, এজেন্ট এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি (কিংবা তার পরিবারের কোনো সদস্য) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।